শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বারী-১৪ জাতের সরিষা আবাদে কৃষকের আগ্রহ বেড়েছে

উল্লাপাড়ায় বারী-১৪ জাতের সরিষা আবাদে কৃষকের আগ্রহ বেড়েছে

সাহারুল হক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা ফসল চাষে কৃষক আগ্রহ বেড়েছে। কৃষকদের কাছে এ ফসল দ্বিতীয় প্রধান আবাদ হয়েছে। ফলন বেশি মেলে বলে এখন কৃষকেরা বারী-১৪ জাতের সরিষার আবাদে বেশি ঝুকছে। কৃষি অফিস সুত্রে, উল্লাপাড়ায় এবারের মৌসুমেও ১৮ হাজার ২শ ৭০ হেক্টর জমি সরিষা আবাদের লক্ষ্যমাত্র ধরা আছে। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে তিন থেকে সাড়ে তিন’শ হেক্টর পরিমাণ বেশি জমিতে এর আবাদ হয়েছে বলে জানানো হয়। লক্ষ্যমাত্রার হিসেবে প্রায় ৭৪ হাজার মণ সরিষার ফলন হবে। এখন বেশির ভাগ মাঠেই সরিষা ফসলে ফুল এসেছে। কৃষি অফিস ও কৃষকদের কাছ থেকে জানা যায়, আগে শুধু দেশীয় মাঘী ও সেতি জাতের সরিষার আবাদ করা হতো। এখন কৃষকেরা বারী-১৪ জাতের সরিষা ফসলের আবাদ করছে। এ জাতে ফলনের হার এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে কৃষকদের এর প্রতি আগ্রহ বাড়ছে। বিভিন্ন গ্রামের বেশ ক’জন কৃষকের সাথে কথা বলে জানা যায়, বেশি ফলন মেলে এমন উন্নত জাতের প্রতি তাদের বেশি আগ্রহ রয়েছে। এদের মধ্যে কৃষক করিম মিয়া বলেন, একই পরিমান অর্থ খরচে ফসলের ফলন বেশি হারে মেলে বলে বারী-১৪ জাতের সরিষার আবাদ করছেন। তবে যাচাই বাছাই করে সঠিক বীজ মেলাতে হয়। উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষি প্রনোদনায় বিনা মুল্যে কৃষকদের মাঝে বারী-১৪ জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার গত ক’বছরের মতো এবারেও বিতরণ করা হয়েছে। বিগত বছরে উপজেলা বিভিন্ন গ্রামের ৬০ জন কৃষককে বারী-১৪ জাতের সরিষা বীজ উৎপাদনে কৃষি বিভাগ থেকে উদ্যোগ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সদর উল্লাপাড়া বাদে ১৩টি ইউনিয়নে ১৩টি কৃষক গ্রুপ করে দেওয়া হয়েছে। এদেরকে উন্নত পদ্ধতিতে চাষাবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষনে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা দেওয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments