শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাখেলাধূলার মাধ্যমে সৌহাদ্য ও সৃজনশীলতা বিকশিত হয়: টুকু

খেলাধূলার মাধ্যমে সৌহাদ্য ও সৃজনশীলতা বিকশিত হয়: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, খেলাধূলা মাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে সৌহাদ্য ও সৃজনশীলতা বিকশিত হয়। একজন প্রকৃত খেলোয়ার কখনই সন্ত্রাসী, জঙ্গী বা মাদকাসক্ত হতে পারেনা। ভাল খেলোয়ার রাষ্ট্রদূতের মত দেশকে পরিচিত করে দেয়। শেখ হাসিনার সরকার খেলাধূলার ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। সরকার শুধু ফুটবল নয় সব ধরনের খেলায় পৃৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। তৃণমূল থেকে খেলোয়ার সৃষ্টির লক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধুু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু করা হয়েছে। তিনি বলেন এই অঞ্চলে শিক্ষা বিস্তারে অধ্যাপিকা লুৎফুন্নেছার যথেষ্ট অবদান রয়েছে। শুক্রবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ট্রমা ম্যাটস অধ্যাপিকা লুৎফুন্নেছা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট -২০১৯ চূড়ান্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাঁথিয়া পৌর আ’লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে ও সাঁথিয়া যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের পরিচালনায় পুরস্কার বিতরণ অুুষ্ঠানে আরও বক্তৃতা করেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, আ’লীগ নেতা হাসান আলী খান, রবিউল করিম হিরু, উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ। খেলায় ছেচানিয়া একাদশ চ্যাম্পিয়ান ও বেড়া একাদশ রানার্র্স আপ হন। প্রধান অতিথি তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments