মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারাজাকারের তালিকায় পলাশডাঙ্গার মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নাম!

রাজাকারের তালিকায় পলাশডাঙ্গার মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নাম!

সাহারুল হক সাচ্চু: মুক্তিযুদ্ধকালীন সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক মির্জা আব্দুল লতিফের নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় থাকায় উল্লাপাড়ার মুক্তিযোদ্ধা এবং সাধারন মানুষ চরম বিষ্ময় প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধারা এই তালিকার নিন্দা করে অবিলম্বে সংশোধনের জন্য প্রতিবাদ কর্মসূচি ঘোষনা দিয়েছেন। মির্জা আব্দুল লতিফের নাম রাজাকারের তালিকায় থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। উল্লাপাড়ার মুক্তিযোদ্ধারা আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) পৌর শহরের শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করবেন বলে জানানো হয়। একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা সংগঠন “পলাশডাঙ্গা যুব শিবিরের” সর্বাধিনায়ক ছিলেন মির্জা আব্দুল লতিফ। এ সংগঠনের মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ৫ শত। মির্জা আব্দুল লতিফ দু’বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের একবার সভাপতি এবং একবার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। রাজাকারের তালিকায় মির্জা আব্দুল লতিফের নাম প্রকাশের ব্যাপারে মির্জা আব্দুল লতিফের মেয়ে নারী নেত্রী সেলিনা মির্জা মুক্তি গণমাধ্যম কর্মীদেরকে জানান, এতে তিনি এবং তার পরিবার হতবাক হয়েছেন। এ ব্যাপারে উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলম জানান, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা মির্জা আব্দুল লতিফের নাম রাজাকারের তালিকায় থাকায় মুক্তিযোদ্ধারা খুবই ক্ষুব্ধ। তারা আগামীকাল বুধবার শহীদ মিনারে এর প্রতিবাদ সমাবেশ করবেন। মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, মির্জা আব্দুল লতিফের নাম কিভাবে রাজাকারের তালিকায় প্রকাশ হয়েছে, বিষয়টি জানা নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments