মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় ইছামতি নদী উদ্ধারে বৈধ মালিকদের উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ

পাবনায় ইছামতি নদী উদ্ধারে বৈধ মালিকদের উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ

কামাল সিদ্দিকী: পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ‘বৈধ জমির মালিক’ দাবী করে উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে দুইপাড়ের বাসিন্দারা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টায় শহরের পৌর এলাকার পৈলানপুর মহল্লায় এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় । প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মাসুদুর রহমান মিন্টু, সাবেক পৌর কমিশনার সাজ্জাদ আনসারী ডাবলুসহ প্রমুখ। প্রতিবাদ সভায় যেসব বৈধ মালিকদের উচ্ছেদ করা হয়েছে তাদের ক্ষতিপূরন দাবী করা হয় এবং বৈধ রেকর্ডধারীদের জমি উচ্ছেদ বন্ধের জোড় দাবী করেন ইছামতির দু’পাড়ের বৈধ জমির মালিকেরা। সমাবেশে জানানো হয় ইতোমেধ্য ইছামতি নদীর উদ্ধারে উচ্ছেদ অভিযান বন্ধের দাবী জানিয়ে নদীর দু’পাড়ের বৈধ মালিকরা হাইকোর্টে একটি রিট করেছেন। রিটের প্রেক্ষিতে আদালত নদীর উচ্ছেদ কার্যক্রম আগামি ৩ মাসের জন্য স্থগিত করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments