বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাক্ষণগণনা উদ্বোধনের ধারাবাহিকতায় রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন

ক্ষণগণনা উদ্বোধনের ধারাবাহিকতায় রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন

জয়নাল আবেদীন: শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষণগণনা উদ্বোধনের ধারাবাহিকতায় শনিবার রংপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে পাগলাপীর হাই স্কুল মাঠ থেকে একটি সুসজ্জিত র‌্যালী পাগলাপীরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন “শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হালিমুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ এর ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ সদর উপজেলা পরিষদ এর কর্মকর্তাবৃন্দ, ৫ টি ইউনিয়ন এর চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নাছিমা জামান ববি জানান – সদর উপজেলা পরিষদ এর আজ ১১ ই জানুয়ারি সারা দিন ব্যাপী কর্মসূচি পালন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং এজন্য বছর এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।তিনি আরো বলেন সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯:০০ ঘটিকায় আতশবাজি ফোটানোর মাধ্যমে সারাদিন ব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে এবং আমরা সদর উপজেলা এর মানুষের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাংলার মানুষের জন্য দীর্ঘ সংগ্রামী জীবন এর বিভিন্ন দিক তুলে ধরতে সারা বছর ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি এবং তা সফল করতে রংপুর সদর উপজেলার পরিষদ সবার সহযোগিতা কামনা করেছেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments