শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে প্রায় সাড়ে ৩লাখ শিশুকে 'ভিটামিন এ' ক্যাপসুল খাওয়ানো হয়েছে

রংপুরে প্রায় সাড়ে ৩লাখ শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

জয়নাল আবেদীন: ভিটামিন “এ ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপদ্য নিয়ে ১১ শনিবার রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শেষ হয়েছে। সকালে সিটি কপোরেশন চত্তরে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে সিটি এলাকায় শুভ উদ্ধোধন করেন । এসময় অপর এক শিশুকে খাওয়ান সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া । একই সময়ে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর কমিউনিটি ক্লিনিকে জেলার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সিভিল সার্জন ডা: হিরম্ব কুমার রায় । এছাড়াও জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা: শেখ সাইদুল ইসলাম জেলার মিঠপিুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন পরিবার কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রে শিশুকে ভিটামিন খাওয়ান । স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে রংপুর জেলায় ১হাজার ৮শ ৩২টি কেন্দ্রে ৩হাজার ৬শ ৬৪জন স্বেচ্ছাসেবক,৬শ ৯৭জন স্বাস্থ্য কর্মি এবং ৫শ ৬৫জন পরিবার পরিকল্পনা কর্মির মাধ্যমে জেলায় ০৬ থেকে ১১মাস বয়সি ৩৮ হাজার ৮শ ১৩জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩লাখ ৮ হাজার ৭শ ৯৯জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments