বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

উল্লাপাড়ায় মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে শিক্ষার্থীরা বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড দেখিয়ে শপথ নেয়। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাহিদ হাসান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল কবির। প্রধান অতিথি মোঃ নাহিদ হাসান খান শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে কখনো মিথ্যা কথা না বলা, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার শপথ করান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments