সুন্দরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে পলী রাণী (২৬) নামে এক গৃহবধূ শয়ন ঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে পৌরশহরের কলেজপাড়াস্থ অতুল চন্দ্র দেবনাথের স্ত্রী পলী রাণীকে নিজ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারবর্গ। এসময় কর্তব্যরত চিকিৎসক পলী রাণীকে মৃত বলে ঘোষণা করেন। পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান সরকার জানান, এসময় পলী রাণীর স্বামী অতুল চন্দ্র দেবনাথ ও ভাশুর রতন চন্দ্র দেবনাথ ওরপফে নিগ্র বাড়িতেই কাজ করছিলেন। খবর পেয়ে থানার এসআই কমল মোহন চাকী লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। থানা অফিসার ইনচার্জ অব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

Previous articleরাজাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাফর গ্রেফতার
Next articleবেনাপোলে ভ্রমন ট্যাক্সের রসিদ সংকট, যাত্রী দুর্ভোগ চরমে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।