বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে অগ্নিকান্ডে ১১টি দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

সিংগাইরে অগ্নিকান্ডে ১১টি দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের সিংগাইর-হেমায়েতপুর সড়কের বিন্ন্যাডাঙ্গী বাজারে উত্তর পাশের মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও দোকান মালিক সূত্রে জানা যায়,রাত ৩ টার দিকে হঠাৎ কে বা কারা মার্কেটের আগুন দেখতে পায়। আগুন দেখে লোকজন ডাকাডাকি করলে মুহূর্তে শত শত লোক জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষনে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ১১টি দোকান ভস্মীভূত হয়। আগুন লাগার ১ ঘন্টা পর মানিকগঞ্জ ও সাভারের ফায়ার সার্ভিস টিম এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের কারন জানা যায়নি। তবে দোকান মালিকরা বলেন-আগুন কিভাবে লাগছে আল্লাহ্ধসঢ়; ছাড়া কেউ জানে না । তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, কিবরিয়ার মুদি দোকান, জানে আলমের টেইলার্সের দোকান, আলী হোসেনের স্বর্ণকারের দোকান, আ. খালেকের ভ্যারাইটিজ স্টোর, রহুল আমীনের ইন্টারনেটের দোকান, মো.সালমানের স্বর্ণকারের দোকান, কাইয়ূমের চালের আড়ৎ, লাবুর বিসমিল্লাহ ইন্টারপ্রাইজ, আমিনুর রহমানের টেইলার্সের দোকান,মো.বিপ্লবের রেডিমেন্ট গার্মেন্টেসের দোকান, আলী হোসেনের মুদি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা। অগ্নিকান্ডের খবর পেয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা ও পল্লী বিদ্যুতের ডি,জি,এম মো.মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments