শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলা‘জাতি সত্ত্বা বিকাশে একমাত্র প্রবক্তা বঙ্গবন্ধু’

‘জাতি সত্ত্বা বিকাশে একমাত্র প্রবক্তা বঙ্গবন্ধু’

মারুফা মির্জা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, ল্যাবরেটারী স্কুল ও কলেজে নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সমাজ হিতৈষী কর্মবীর ডাঃ এম এম আমজাদ হোসেনের গড়া মানবিক সেবায় অলাভজনক এসব প্রতিষ্ঠান সমুহে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ফলজ বৃক্ষ রোপন সহ নানা কর্মসুচির মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় চত্ত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন শেষে উপস্থিত এক আলোচনা সভায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ প্রতিষ্ঠান সমুহের ট্রাস্টি বোর্ড পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হোসেন রেজা অতিথি হিসেবে জাতীয় পিতার জীবনী নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও মানুষকে অন্তরে স্থান দিয়ে নিজের জীবন উৎস্বর্গ করেছেন। দেশ মাতৃকায় তিনি বাঙালীদের হৃদয় কাপানো বীর। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীন দেশের মর্যাদা নিয়ে পৃথিবীর বুকে এগিয়ে যাচ্ছি। তাই আমাদের প্রত্যেয়টি মানুষের সফলতায় একমাত্র তাকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুকে মুখে-মুখে লালন করে লাভ নেই। বাঙালী জাতি সত্ত্বা বিকাশে এক মাত্র প্রবক্তা হচ্ছে আমাদের শেখ মুজিব। তাকে হৃদয়ে স্থান দিয়ে আমাদের আগামীর পরিকল্পনা গ্রহন করতে হবে। তবেই আমরা তার ঋন কিছুটা শোধ করতে পারবো। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তখন জয় বাংলা শ্লোগানে মুখরিত হয় পুরো চত্ত্বর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments