শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাফুলবাড়ীতে বেশি দামে বিক্রি হচ্ছে কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার...

ফুলবাড়ীতে বেশি দামে বিক্রি হচ্ছে কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উধাও

মোস্তাক আহম্মেদ: করোনাভাইরাস আতঙ্কে দিনাজপুরের ফুলবাড়ীতে মাস্ক কেনার ধুম পড়েছে। আর এ সুযোগে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড ওয়াশ স্যানিটাইজারের কৃত্রিম সংকট সৃষ্টি করে শহরের বিভিন্ন ওষুধ ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ ওঠেছে। কলেজ শিক্ষার্থী তুষার চন্দ্র ও সুরভী আক্তার বলেন, আগে ধূলাবালির হাত থেকে রক্ষার জন্য যে মাস্কগুলো ২০টাকায় পাওয়া যেতে সেগুলো এখন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানদাররা দাম বাড়িয়ে বিক্রি করায় চাহিদা থাকার পরও অনেকেই মাস্ক ব্যবহারে আগ্রহী হচ্ছেন না। গতকাল শুক্রবার ফুলবাড়ী পৌর শহরের বাংলাদেশ মেডিকেল স্টোরের সত্বাধিকারী উত্তম দাস বলেন, করোনাভাইরাস আতঙ্কের কারণে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড ওয়াশ স্যানিটাইজারের চাহিদা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় চাহিদানুযায়ী কোম্পানীগুলো সরবরাহ করতে পারছে না। এ কারণে এগুলোর সংকট সৃষ্টি হয়েছে। তবে কয়েকটি স্যানিটাইজার থাকায় সেগুলো নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। নিমাই মেডিকেল স্টোর স্টোরের সত্বাধিকারী নিমাই চন্দ্র মহন্ত বলেন, এক থেকে দেড় মাস আগেই সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার শেষ হয়ে গেছে। চাহিদা থাকার পরও কোম্পানীগুলো এসব পণ্য সরবরাহ করতে না পারায় সংকট সৃষ্টি হয়েছে। কুইন কসমেটিক্স এর সত্বাধিকারী আবুল কাশেম বলেন, মাস্কের চাহিদা থাকায় অক্সিজেন মাস্ক বিক্রি করা হচ্ছে। এগুলো নিম্নমানের প্রতিটি ৪০ টাকা এবং একটু উন্নতমানের প্রতিটি ৭০ টাকায় বিক্রি করছেন। তবে দাম বেশি হওয়ায় আসল অক্সিজেন মাস্ক বিক্রি করছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, করোনাভাইরাস আতঙ্ককে পূঁজি করে কাউকেই মুনাফা লুটতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব বিষয়ে নজরদারী করা হচ্ছে। কোন কিছুর মূল্য অতিরিক্ত নেওয়া হলে সেই ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments