বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে করোনা'র আতঙ্কে পন্যের দাম বৃদ্ধি : ভ্রাম্যমান আদালতের অভিযান

ভূঞাপুরে করোনা’র আতঙ্কে পন্যের দাম বৃদ্ধি : ভ্রাম্যমান আদালতের অভিযান

আব্দুল লতিফ তালুকদার: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনার আতঙ্কে দিশেহারা মানুষ। সারা বিশ্বে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। এ আতঙ্কের মধ্যে দেশের সকল মানুষ যখন দিশেহারা তখনই ভূঞাপুরে অতি মুনাফা লোভি ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে নিত্যপন্যের মূল্য।
ভূঞাপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দুদিন আগেও প্রতি ৫০ কেজি চালের বস্তা যেখানে ছিল চালের ধরন অনুযায়ী ১৬শ থেকে ১৭শ টাকা সেখানে একদিনের ব্যবধানে প্রতি বস্তায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে। এদিকে পেঁয়াজের বাজারেও রয়েছে অস্থিরতা। এক ধাপে ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
খবর পেয়ে শুক্রবার (২০ মার্চ) ভূঞাপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ অসাধু ব্যাবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করে ভূঞাপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন বলেন, করোনার আতঙ্কের মধ্যে যেসব অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে বাড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments