শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকরোনায় আমরা আতংকিত না হয়ে মোকাবেলার কৌশল জানতে হবে: রংপুর সিটি মেয়র...

করোনায় আমরা আতংকিত না হয়ে মোকাবেলার কৌশল জানতে হবে: রংপুর সিটি মেয়র মোস্তফা

জয়নাল আবেদীন: করোনা ভাইরাসের রোধে সচেতনতা বাড়াতে হাত ধোয়া ও ফেস মাস্ক ব্যবহারে অসহায় ও দুস্থ মানুষদের পাশাপাশি পথ-শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে ফেস মাস্ক ও লিফলেট। রংপুরের ফেসবুক ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন আমরাই পাশে রংপুর গ্রুপ এই আয়োজন করে। রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে এই কার্যক্রমের উদ্ধোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় মেয়র বলেন, করোনায় আমরা আতংকিত না হয়ে মোকাবেলার কৌশল জানতে হবে। নিয়ম মেনে চললে করোনাকে পরাজিত করা সম্ভব। মানুষ যেন সচেতন হয়, সেভাবে সবাইকে কাজ করতে হবে। এসময় তিনি ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি না করে বাজার স্থিতিশীল রাখার আহবান জানান। উদ্বোধন শেষে প্রেসক্লাব চত্বরসহ নগরীর মেডিকেল মোড়, কামারপাড়া বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন এলাকাতে অসহায়, দুস্থ ও পথ-শিশুদের সঠিক নিয়মে হাত ধোয়া ও মাস্ক পরা শেখানো হয়। এছাড়াও হাত ধোয়া ও মাস্ক, লিফলেট বিতরণের পাশাপাশি সচেতনাতমূলক প্রচার কার্যক্রমও শুরু করেছে সেচ্ছাসেবি এ সংগঠনটি। এদিকে রংপুরের জেলা প্রশাসক কার্যালয় প্রবেশ পথে সহ বিভিন্ন সরকারি দফতর গুলোতে প্রবেশের আগে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন স্ব স্ব বিভাগ ।  আমরাই পাশে রংপুর গ্রুপ এর পক্ষ থেকে জানানো হয় করোনা ভাইরাস আতঙ্ক থেকে মুক্ত সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। রংপুর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি লালমনিরহাট ও কুড়িগ্রামেও এই কর্মসূচি চলবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments