বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাজপুরহাটে হোম কোয়ারেন্টাইনে না থাকায় জর্দান ফেরত নারীকে জরিমানা

জপুরহাটে হোম কোয়ারেন্টাইনে না থাকায় জর্দান ফেরত নারীকে জরিমানা

এস এম শফিকুল: জয়পুরহাটে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় জর্দান ফেরত ফারজানা বিবি নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ওই নারীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। মিল্টন চন্দ্র রায় জানান, গত এক সপ্তাহ আগে ফারজানা বিবি দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। আর তা অমান্য করে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় ঘুরে বেড়ানো শুরু করে ফারজানা বিবি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় এ কারনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইন নিয়ম মানতে বাধ্য করা হয়। এছাড়াও কঙ্গো থেকে ফেরত দুই প্রবাসীকে বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাও প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments