শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবেলকুচিতে ছদ্মবেশে ক্রেতা সেজে চালের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বেলকুচিতে ছদ্মবেশে ক্রেতা সেজে চালের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

এম এ মুছা: সিরাজগঞ্জের বেলকুচিতে ছদ্মবেশে ক্রেতা সেজে চালের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচলান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) ক্রেতার ছদ্মবেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। ধুকুরিয়াবেড়া বাজারে করোনা আতঙ্কে চালের মূল্য বেশী এবং ৫০ কেজির চালের ১ বস্তায় ৪৬ কেজি করে চার থাকায় চাল ব্যবাসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমান আদালত অভিযানে সহায়তা করে সিরাজগঞ্জ র‌্যাব -১২ ডি,এ,ডি মানিক রহমানসহ সঙ্গীয় ফোর্সের সদস্যবৃন্দ। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে ধুকুরিয়াবেড়া বাজারে আমিরুল নামের এক চাল ব্যবসায়ী ওজনে কম এবং চালের দাম বৃদ্ধি রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান সংকটময় মুহুর্তে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোগ্যপণ্য বাজার মূল্যে নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চলমান থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments