শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকরোনা আতঙ্কে জনশূন্য কুমিল্লার চান্দিনা বাজার

করোনা আতঙ্কে জনশূন্য কুমিল্লার চান্দিনা বাজার

ওসমান গনি: করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মানুষ নিজেকে সচেতন করে হোমকোয়ারেন্টেনে থাকার কারনে কুমিল্লার চান্দিনা উপজেলার অনেক এলাকা এখন জনশূন্য হয়ে পড়ছে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে সবাই প্রয়োজনের চেয়েও বেশি সতর্কতা অবলম্বন করছেন।

ব্যক্তি নিরাপত্তার কথা চিন্তা করে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু হয়েছে কুমিল্লার চান্দিনা বাজার খুব প্রয়োজন ছাড়া সারাদিন ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। আর কর্মজীবী মানুষ বাইরে বের হলেও তাদের চোখমুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে অনেকেই বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করছেন। উপজেলার সবকটি বাজারের গণপরিবহনের সংখ্যাও কমে এসেছে। চান্দিনা বাজারে ও আশপাশে এলাকায় অটোরিকশার চালকরা যাত্রী পাচ্ছেন না। হাট-বাজারেও জনসমাগম কমছে।

এছাড়া স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করায় চান্দিনা বাজার ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। যারা গ্রাম ছেড়ে চান্দিনায় এলাকায় এসে বসবাস করছিলেন তাদের অনেকেই করোনা ভাইরাস আতঙ্কে চান্দিনা ছাড়তে শুরু করেছেন।

আবার গ্রাম থেকে যেসব পরিবার চান্দিনায় এসে বসবাস করছিলেন সন্তানের লেখাপড়ার জন্য স্কুল-কলেজ ছুটি থাকায় তারাও ধীরে ধীরে এখন চান্দিনা ছাড়ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments