বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সরকারি বরাদ্দে হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রংপুরে সরকারি বরাদ্দে হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জয়নাল আবেদীন: করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসুচির আওতায় রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর নগরির নুরপুর এলাকায় বসবাসকারী তৃতীয় লিঙ্গ হিজড়াদের মাঝে চাল ডালতেল আলু সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রি বিতরন করা হয়েছে । জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসান নিজে সেখানে উপস্থিত থেকে সেগুলো বিতরন করেছেন। জানা গেছে ১শ০৫জন হিজড়ার মাঝে ১০ কেজি করে চাল ৩কেজি আলু, ২কেজি মসুর ডাল, এবং ১কেজি করে লবন তুলে দেয়া হয় । এর আগে ভবানীপুর গুচ্ছ গ্রামের ৬৫ পরিবারের মাঝে চাল,ডাল, লবন চিনি চিড়া,তেল ও নুডুলস সহ শকনা খাবারত্রাণের প্যাকেট বিতরণ করেন ডিসি । এসময় সাথে জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন জেলা প্রশাসনের অন্যান্য কর্কর্তাগণ উপস্থিত ছিলেন । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে করোনা পরিস্থিতি মোকাবেলায় রংপুর জেলা এবং সিটির জন্য ৩শ ৪৮মেট্রিক টন চাল ৮লাখ ২০ হাজার টাকা বরাদ্দ মিলেছে । যা ইতিমধ্যে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে । এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় রংপুরের তিস্তানদী বেষ্টীত উপজেলা গঙ্গাচড়ার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অসহায়, দুঃস্থ ও শ্রমজীবি মানুষ ।তাদের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন জাতীয় পার্টির মহাসচিব ও রংপুর ১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙার মেয়ে মালিহা তাসমিম জুই।এ সময় গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল গঙ্গাচড়া উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ সদস্য সুজা-উদ-দৌলা সাগর রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির মর্ণেয়া গজঘন্টা লক্ষীটারী এই ৩টি ইউনিয়নে বিতরণ করা হয় চাল আলু তেল ডাল। অপর দিকে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে নগরীর ২০ নং ওয়ার্ডে অসহায়,দুস্থ মানুষের মাঝে চাল,ডাল,তেল,আলু বিতরণ করা হয়েছে।প্রায় এক‘শ পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments