বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবাউফল থানা পুলিশের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বাউফল থানা পুলিশের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

অতুল পাল: বাউফলে করোনা ভাইরাসের বিধিবিধান মেনে চলতে গিয়ে বেকায়দায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। মানুষ ঘরবন্দি হয়ে যাওয়ায় দৈনিন্দন কোন কাজ না থাকায় অজানা হতাশা নিয়ে দিন অতিবাহিত করছেন এই পরিবারগুলো। এদের মধ্যে রয়েছে রিক্সাওয়ালা, অটোচালক, দিনমজুর, চায়ের দোকানদার এবং ভিক্ষুক। বিভিন্ন সামাজিক সংগঠন এদেরকে সহায়তা করার জন্য এগিয়ে এলেও যথাযথ সমন্বয়ের অভাবে প্রকৃত উপকারভোগিরা হচ্ছে বঞ্চিত। এমতাবস্থায়, পুলিশ বিভাগের কোন ত্রাণ তহবিল না থাকলেও বাউফল থানা পুলিশ তাদের নিজস্ব উদ্যোগে বেশ কয়েকটি দুস্থ পরিবারকে সহায়তা দিয়ে সবার নজর কেড়েছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আমাদের ত্রাণ দেয়ার মতো কোন তহবিল নেই। কিন্তু আপনাদের (সাংবাদিকসহ সুশীল সমাজের কিছু ব্যাক্তিবর্গ) দেয়া এবং আমাদের নিজস্ব সোর্সের তথ্য সরেজমিন বিচার বিশ্লেষণ করে আমাদের নিজ পকেটের টাকায় কিছু পরিবারকে সহায়তা করার চেষ্টা করছি। এরই মধ্যে আমরা ৩৫টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাউল, এক কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক লিটার সোয়াবিন তৈল এবং সাথে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একটি করে মাস্ক দিয়ে সহায়তা করেছি। করোনার প্রার্দুভাব থাকাকালীন পর্যন্ত আমাদের সাধ্য মতো সহায়তার চেষ্টা অব্যহত থাকবে। এদিকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির আহবায়ক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে ত্রাণ পাওয়া যাচ্ছে সেগুলো প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের দেয়া তালিকা অনুযায়ি বিতরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ৮৮ জন করে তালিকাভূক্তরা এই ত্রাণ পাবেন। নাম প্রকাশ না করার শর্তে সাবেক কয়েকজন জনপ্রতিনিধি জানান, চেয়ারম্যানদের তালিকা যাচাই বাছাই হচ্ছে না। ফলে এ ত্রাণ রাজনৈতিক বিবেচনায় পাওয়ার সম্ভাবনা বেশি। তবে উপজেলায় সরকারি কিংবা বেসরকারি ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা রয়েছে বলেও তারা মতামত ব্যক্ত করেন।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments