মারুফা মির্জা: করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ছড়িয়ে পড়ায় বাড়ছে করোনা রোগী। এ কারনে হাসপাতাল গুলোতে যোগ হচ্ছে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। তবে এই সময়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। হাসপাতালটিতে টেকনোলজিষ্ট না থাকায় বন্ধ এ রোগের নমুনা পরীক্ষা।
জানা যায়, নদী ভাঙ্গনে বিপর্যস্ত চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে রোগীরা শুধু চিকিৎসা নিয়ে থাকেন। দীর্ঘদিনেও ইনডোর ব্যবস্থা চালু হয়নি বলে চরাঞ্চলের সাধারণ মানুষ নানা দুর্ভোগ নিয়ে চিকিৎসা নিয়ে আসছে। বর্তমান করোনা পরিস্থিতি মানুষ আরো বিপাকে পড়েছে।
সোমবার (৩১ জানুয়ারী) সকালে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জ্বর, ঠান্ডা ও কাশী (করোনা উপসর্গ) নিয়ে করোনা পরীক্ষা করতে এসে রোগীরা ফিরে যাচ্ছেন। এদের মধ্যে আয়শা সিদ্দিকা সহ অনেকেই বলেন, আমাদের উপজেলায় করোনা পরিক্ষা বন্ধ থাকায় পার্শবর্তী উপজেলা বেলকুচি ও নাগরপুর থেকে পরিক্ষা করতে গিয়ে অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বেসরকারি হাসপাতালে গেলে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা খরচ হচ্ছে। যা চৌহালীর চরের দরিদ্র মানুষের কাছে অষ্টকর ।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, এর আগে প্রতিদিন প্রায় ১২-১৫ জন রোগীর করোনা পরিক্ষা করা হতো। টেকনোলজিষ্ট না থাকার কারণে এখন সম্ভব হচ্ছে না। যে কারণে প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে একাধিক রোগী ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে চৌহালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুল কাদের বলেন- চৌহালীতে দুজন মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) ছিলো তাদের বদলিজনিত কারণে গত দেড়মাস ধরে করোনা পরিক্ষা বন্ধ রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে বিষয়টি জেলা সিভিল সার্জন মহোদয়কে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান চৌহালীতে করোনা পরিক্ষা শুরু করতে দ্রুত মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) দেয়া হবে।