বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার সদর উপজেলার মূলজান এলাকায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুরের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ আরেক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হয়ে আরো ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরো জানান, এ ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫
Previous articleটিসিবি’র বিক্রয় চলমান থাকায় নিত্যপণ্যের দাম কমেছে: প্রধানমন্ত্রী
Next articleবিএনপি কখনো কল্যাণকর কর্মসূচি গ্রহণ করেনি: কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।