জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশ গোপন সংবাদ পেয়ে পৃথক দুটি স্থানে ঝটিকা অভিযানে সাড়ে ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় এসআই আই. এইচ. লাকু সরকার এর নেতৃৃত্বে ফোর্সসহ রংপুর কোতয়ালী থানাধীন পিটিসি মোড়ের পশ্চিমে এক হোটেলের পার্শ্বে ফাঁকা জায়গায় দুপুর দেড় টায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ১ কেজি ৫শ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার সহ মাইদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । পুলিশ জানায় তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলার শুকাতি বাউয়াটারি নামক এলাকায় ।
এদিকে বুধবার সকাল ৬টায় অপর অভিযান পরিচালিত হয় রংপুর কোতয়ালী থানাধীন শাপলা চত্ত¡রের পশ্চিম পাশের্^ মেসার্স সরকার ট্রেডার্স নামক দোকানের সামনে ফাঁকা জায়গায় । সেখানে দুকেজি শুকনো গাঁজা উদ্ধারসহ মোঃ আব্দুল মমিন ও মোঃ কামরুজ্জামান ওরফে লিটন ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই দুজনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম মাছুয়া পাড়া গ্রামে । পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক দুটি মামলা দায়ের করা হয়।