জয়নাল আবেদীন: আগামি ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন । এই নির্বাচনকে ঘিরে রংপুর আইনজীবী সমিতির সদস্যরাও বসে নেই । তারাও প্রতিদিনই তাঁদের সমর্থিত প্যানেলের পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন ।
এই নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে প্যানেল পরিচিতি এবং প্রাক আলোচনা সভা করার জন্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্যানেলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রংপুর বার ভবনে আসেন এবং রংপুর বারের বিজ্ঞ আইনজীবী গনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আবেদন করেন ।
বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র আইনজীবি মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, রবিউল ইসলাম দুদু, মোহাম্মদ সাইদ আহমেদ রাজা .আব্দুর রহমান, সানজিদা খাতুন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক, সাধারন সম্পাদক আব্দুল হক প্রামানিক, সাবেক সাংসদ এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু , এডভোকেট ইলিয়াজ আহমেদ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত কুড়িগ্রাম বারের সিনিয়র আইনজীবী আব্রাহাম লিংকন । সভায় সকল আইনজীবি একমত পোষন করে বলেন আসুন আমরা পেশাজীবী সংগঠনের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্যানেলের প্রার্থীদের কে ভোট দিয়ে নির্বাচিত করি। উল্লেখ্য রংপুর বারের বর্তমান সদস্য ৭শ অতিক্রম করেছে ।