বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত, ওসিসহ আহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত, ওসিসহ আহত ২

আবুল কালাম আজাদ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার কনস্টেবল মনির (২৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।এ দুর্ঘটনায় ওসিসহ আরও দুইজন আহত হয়েছে।রোববার সকালে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেন ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের মো.শাজাহান মিয়ার ছেলে। জানাগেছে,রোববার সকালে গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মোল্লা টুটুল,কনস্টেবল মনির হোসেন (ক.নং৮৩৯) ও কনস্টেবল (চালক) আলতাফ হোসেন পুলিশের গাড়িযোগে টহলে কালিয়াকৈরের দিকে যাওয়ার পথে বোর্ডঘর নামক স্থানে এসে পৌছালে পেছন দিক থেকে একটি বাস পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে থাকা কনস্টেবল মনির হোসেন ছিটকে পড়ে আহত হয়।গাড়িটি ধুমরে মুচরে যায়।

এসময় ওসি মোল্লা টুটুল ও চালক কনস্টবল আলতাফ হোসেন গাড়ির ভেতর চাপা পড়ে। স্থানীয়রা আহত মনির হোসেনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতাল ও মোল্লা টুটুল ও আলতাফ হোসেনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।মনির হোসেন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ (ওসি)মোল্লা টুটুল জানান,তিনি বুকে ব্যাথা পেয়েছেন।চালক আলতাফ হোসেনও আহত হয়েছে।মনির হোসেন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments