বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষায় রংপুরে ৪ চাকরি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষায় রংপুরে ৪ চাকরি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

জয়নাল আবেদীন: রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার চাকরি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সাত পরীক্ষার্থীও বহিষ্কার হয়েছে।

রংপুর জেলা প্রশাসন সূত্র জানিয়েছে শনিবার রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পরীক্ষায় জেলায় ৫২ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালে রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা সহ পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো একদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এছাড়া রংপুর সিটি সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে একই অভিযোগে একজনকে বহিষ্কার করাসহ দুই দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। অন্যদিকে রংপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড সহ অনাদায়ে আরও একদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়ার পরীক্ষার্থীদের নাম-পরিচয় জানা না গেলেও ডিভাইসসহ গ্রেফতার হওয়া পরীক্ষার্থীর নাম সিয়াম। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, আটক পরীক্ষার্থীদের কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments