শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীতে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলের কারাদণ্ড

চৌহালীতে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলের কারাদণ্ড

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভাম্যমান আদালতের অভিযানে ১৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলো এনায়েতপুর থানার স্থল চরের শাহাদত হোসেন (৫৫), মুছা মিয়া (২২), লাঙ্গনমুরা চরের বালিয়াপাড়ার হাসান আলী (১৮), পারভেজ (২২), দরশিকার সোলেমান হোসেন (৩৫), সবুর হোসেন (১৮), চালুহারার মোকাদ্দেস আলী (৪০), চালুহারার জুয়েল খাঁ (২৫), চাঁনপুরের আমির হোসেন (৩০), দিলুয়ার আশরাফুল ইসলাম (২৫), চৌহালীর চর বাউসার আওয়াল মন্ডল (৩৫), দত্তকান্তির বাবু মিয়া (৪০), সবুর হোসেন (২৪), হাফিজুল ইসলাম (২০), হাফানিয়ার ইয়াকুব আলী (৪০), ব্রিদাশুরিয়ার আবুল হোসেন (৫০), টাঙ্গাইলের নাগরপুরের শাহাজানীর আলী আকবার (৪০), সেলিম হোসেন (৩০), আটাপাড়ার মনিরুল ইসলাম (৩৫)। শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। তখন এমৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ উপ-পরিচালক মো: আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সিরাজগঞ্জ মোঃ শাহীনূর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট ও জব্দকৃত ১৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানের এক পর্যায়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্যদের নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments