এস এম শফিকুল ইসলাম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় জেলা চিনিকল রোড থেকে পদযাত্রার মিছিল বের করে দলীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এ‍্যাড. রুহুল আমিন ফারুক, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সরদার লিয়াকত আলী জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, মাহবুবুল আলম টুটুল, আলী মোর্তুজা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন সহ জয়পুরহাট জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই পদযাত্রা থেকেই আমরা স্বৈরাচারি সরকারের পতন ঘটাবো। আমরা খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমাদের আন্দোলন চলছে। বিএনপির এই আন্দোলন গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও নিত্য পণ্যের মূল্য কমানোর আন্দোলন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

আরও পড়ুন  রংপুরে আ'লীগ কর্মীকে হত্যা: কারাগারে উপজেলা ভাইস চেয়ারম্যান রাজ্জাক
Previous articleট্রেনের ধাক্কায় হরিণ আহত হবার পর ট্রেন থামিয়ে মায়া হরিণ জবাই !
Next articleসাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।