মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশী

বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশী

শহিদুল ইসলাম: দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (১২ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথ ভাবে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত দের মধ্যে হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আলআমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানায়, ভাল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালাল চক্র প্রতারনা করে তাদেরকে ভারতে ফেলে পালিয়ে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসেন।

তিনি বলেন, পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা আইনি সহয়তা দিতে তাদেরকে গ্রহন করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments