শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাহবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

বাংলাদেশ প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লুডু খেলা নিয়ে দুই যুবকের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।

তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো: আবু হানিফ বলেন, নিশ্চিন্তপুর গ্রামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলেন। একপর্যায়ে ১০০ টাকা দেয়া-নেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দু’জনের পক্ষ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments