মিজানুর রহমান বুলেট: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় উপজেলা কলাপাড়াতে।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর পানির উচ্চতা দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকার অনেক স্থানে থেমে থেমে গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্নিঝড় ‘মোখা’ শুক্রবার মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে ০৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন মাসুম বলেন,সমুদ্রের সকল মাছ ধরা ট্রলার মহিপুর মৎস্য বন্দরের শিব্বারিয়া নদীতে আশ্রয় নিতে বলা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলেদের নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। কুয়াকাটা পর্যটক ও স্থানীয়দের আশ্রয় দেয়ার জন্য হোটেল মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।