শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাএরশাদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে খুলনা সিটি নির্বাচনের জাপা প্রার্থির মধুর প্রচারণা...

এরশাদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে খুলনা সিটি নির্বাচনের জাপা প্রার্থির মধুর প্রচারণা শুরু

জয়নাল আবেদীন: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু রংপুরে পল্লীবন্ধু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।

শনিবার সকালে নগরীর দর্শনাস্থ পল্লীনিবাসে এরশাদের কবর জিয়ারত কালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, খুলনা জেলা ওলামা পার্টির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আল জুবায়ের, খুলনা মহানগর জাপার সভাপতি পিরিন্স হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, খালিশপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসরাফুজ্জামান, সোনাডাঙ্গার সভাপতি শেখ সাদি, জাতীয় ছাত্র সমাজের রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও খুলনা জেলা, মহানগর, উপজেলাসহ রংপুর জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মধু বলেন, আসন্ন সিটি নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কাজ শুরু করছি। খুলনায় ইভিএমে ভোট হবে যদিও বাংলাদেশের মানুষ ইভিএম সম্পর্কে খুব একটা বোঝেন না, এ ক্ষেত্রে আমাদের সংশয় আছে, তথাপী আমরা জেনে শুনে সিটি ভোটে অংশ নিচ্ছি। তিনি বলেন স্বচ্ছ ভোট হলে বিপুল ভোটে জয়ী হবো।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন মরহুম সাবেক রাষ্ট্রপতি এরশাদ স্যারের আমলেই হয়েছে, আমাদের খুলনা মেট্রোপলিটন, সিটিসহ সব উন্নয়নে স্যারের হাতে হয়েছে। তাই জাতীয় পার্টিকে ভুলে যাবেনা খুলনার জনগণ।এ সময় রসিক মেয়র মোস্তফা বলেন, বিগত দিনে দেখেছেন রংপুর সিটি কর্পোরেশনের ভোটে জাতীয় পার্টির বিজয়। সংশয় ছাড়া যদি স্বচ্ছ ভোট হয় তবে খুলনা সিটি কর্পোরেশনেও জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয়ী হবে, নশাআল্লাহ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments