বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাআশ্রয়ণ প্রকল্পে হিজরা সম্প্রদায়কে হয়রানী, চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

আশ্রয়ণ প্রকল্পে হিজরা সম্প্রদায়কে হয়রানী, চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় লিঙ্গের (হিজরা সম্প্রদায়) জন্য বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পে নানারকম হয়রানি, প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের (হিজরা) সম্প্রদায় এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় মানববন্ধনে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রঞ্জু খান ও তার সহযোগী রোমানের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পে থাকা একটি পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ করেন তারা।
এসময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার ৪০টি ঘর দিয়েছে হিজরা সম্প্রদায়কে। এসব ঘরে বসবাস করতে ১ লাখ টাকা চাঁদা ও নানারকম হয়রানি করছে রঞ্জু খান ও তার লোকজন। এমনকি হিজরাদেরকে মারধর করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হিজরা নেত্রী ববিতা, প্রার্থনা, সুমনা, রেসমাসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানকে এসব অভিযোগ দেন তারা। এসময় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান, অতিরিক্ত জেলা প্রশাসক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments