শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeসারাবাংলাটাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি (অটো রিকশা) সংঘর্ষে সিএনজি চালক ও যাত্রীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সাত জন। বুধবার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার সরিসাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে চালক ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি টাঙ্গাইল- জামালপুর সড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ ঘটনাস্থলে সিএনজি চালক এক যাত্রীসহ দুই জন নিহত ও সাত জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments