শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
Homeসারাবাংলাজবি আইটি সোসাইটির নেতৃত্বে রেদোয়ান-রাশেদ রনি

জবি আইটি সোসাইটির নেতৃত্বে রেদোয়ান-রাশেদ রনি

তাসদিকুল হাসান, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) আইটি সোসাইটি’র ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো: রেদোয়ান আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাশেদ হোসেন রনি।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে সাবিদ রাব্বানী (আইএমএল), জান্নাতুল ফেরদৌস (ইংরেজি) এবং নাফিসা তাবাসসুম খান মাহি (আইএমএল), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পারভেজ হোসেন(ফিন্যান্স) এবং রমজান শেখ (লোক প্রশাসন) এবং সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম ইসলাম(এআইএস), কোষাধ্যক্ষ পদে সায়মা আক্তার মিম (ফিন্যান্স), দপ্তর সম্পাদক পদে মো: হাসান আলী জসিম(বাংলা), কর্মশালা সম্পাদক পদে ইমাম হাসান(এলএমএল), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ ইফাত(আইন), প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ইব্রাহিম শেখ(ফিন্যান্স), প্রকাশনা সম্পাদক পদে তাহসিনা নাঈমা খান(এলএমএল), আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়ামিন ভূঁইয়া(বাংলা) এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সৌরভ শাহরুখ(ফিজিক্স) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে কার্যনির্বাহী ও উপ-কার্যনিবার্হী সদস্যরা গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হাসান মাহমুদ। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে সাবেক সভাপতি আসিফ আহমেদ রোজেল ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, সদ্যবিদায়ী সভাপতি শামীম আহমেদ, সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মো:ইমন মিয়া উপস্থিত ছিলেন।

জবি আইটি সোসাইটি’র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের মেন্টর ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. উজ্জ্বল কুমার আচার্য বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইটি জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আইটি সোসাইটি সবসময়ই কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আইটি সোসাইটি অনন্য ভূমিকা পালন করে আসছে। আশা করি জবি আইটি সোসাইটি’র নবগঠিত এই কমিটি আরো নতুন উদ্যমে সামনে দিকে এগিয়ে যাবে।”

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করতে জবি আইটি সোসাইটি নিঃস্বার্থভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে আশ্বাস দেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো: রেদোয়ান আহমেদ ও সাধারণ সম্পাদক রাশেদ হোসেন রনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments