শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeসারাবাংলাসুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবাসহ মাদক সম্রাট ও সম্রাজ্ঞী গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবাসহ মাদক সম্রাট ও সম্রাজ্ঞী গ্রেফতার

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে নগদ অর্থ ও প্রচুর পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট ও সম্রাজ্ঞী নামে খ্যাত একাধিক মাদক মামলার আসামী মশাহিদ ও লাকী বেগমকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের(১৯)জুলাই বুধবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়,১৮(জুলাই) মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের দিক-নির্দেশনায় ও থানার সাব-ইন্সপেক্টর জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুবর্ণনগর গ্রামের মৃতঃ আব্দুর রহিমের পুত্র মাদক ব্যবসায়ী মশাহিদ মিয়া(৫৫) ও একই গ্রামের লাকী বেগম(৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ-সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ৩৫ হাজার ৭শত ৫০টাকা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য ১৫ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, মাদক ব্যবসায়ী চক্রের গড-ফাদার এবং পুরাতন হবিগঞ্জের নবীগঞ্জ থানায় ২টি ও জগন্নাথপুর থানায় ১টি মাদকের মামলার আসামী দুইজনকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়ছে।

এ-ব্যাপারে জিন্নাতুল ইসলাম তালুকদার বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা নং-০৬ তারিখ-১৮/০৭/২০২৩ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণী ১০ (ক)/৪১ধারা মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments