শুক্রবার, মে ৯, ২০২৫
Homeসারাবাংলাউন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: ঈশ্বরদীতে ডেপুটি স্পিকার

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: ঈশ্বরদীতে ডেপুটি স্পিকার

স্বপন কুমার কুন্ডু: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আবারও ভোট দিতে আহব্বান জানিয়েছেন। বুধবার (২৬ জুলাই) দুপুরে ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী ইপিজেড পরিদর্শনের প্রাক্কালে এ আহব্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশ উন্নয়নের স্বপ্ন দেখেন। শুধু স্বপ্নই দেখেন না, তা বাস্তবায়নও করেন। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হতো না। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার।

ডেপুটি স্পিকার আরও বলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যরা পাবনাকে দেখতে ও জানতে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার একজন কৃতি সন্তানকে রাষ্ট্রপতি এবং একজনকে ডেপুটি স্পিকার করেছেন। তাই সকল সংসদ সদস্যের আগ্রহ পাবনা জেলার মানুষের সাথে দেখা করতে এবং মতবিনিময় করতে এসেছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় এই জাতিকে গড়ে তোলার বার্তাও পৌঁছে দিচ্ছেন।

এসময় ডেপুটি স্পিকারের আমন্ত্রনে সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শাহিন আক্তার এমপি, খালেদা খানম এমপি , শিরীন আহমেদ এমপি, জিন্নাতুল বাকিয়া এমপি , বাসন্তী চাকমা এমপি, শামসুন নাহার এমপি, নার্গিস রহমান এমপি, মনিরা সুলতানা এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, রত্না আহমেদ এমপি, সালমা ইসলাম এমপি, সেলিনা ইসলাম এমপি ও মোছা: ডরথী রহমান এমপি।

পাবনা-৪ আসনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথাসহ আওয়ামীলীগ ও যুব মহিলালীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments