মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Homeসারাবাংলাডেপুটি স্পিকারের নের্তৃত্বে ১৫ এমপি’র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন

ডেপুটি স্পিকারের নের্তৃত্বে ১৫ এমপি’র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন

স্বপন কুমার কুন্ডু: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপিসহ মোট ১৫ জন জাতীয় সংসদ সদস্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার (২৬ জুলাই) বিকেলে এমপিদের পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ান প্রকৌশলীদের হতে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রকৌশলীদের পক্ষ থেকে বলা হয়, ২০২৩ সালে দেশের বৃহত্তম মেগা প্রকল্পের সিভিল ওয়ার্ক এবং ২০২৪ এর নভেম্বর নাগাদ এর অন্যান্য কাজ শেষ হতে পারে। ।

পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে দ্রুতই দেশে শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব হবে। বর্তমান সরকারের গৃহীত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যুতের চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে রূপপুর প্রকল্প। প্রকল্পটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর দেশের প্রবৃদ্ধি অর্জনে নতুন রেকর্ড সৃষ্টি হবে এবং অর্থনীতিতে শক্ত ভিত গড়বে।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নেতৃত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিরা ইয়াসমিন জলি, রত্না আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম এবং ডরথী রহমান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ কাজ সমাপ্ত হলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। তখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ শিল্পাঞ্চলের চাহিদা পূরণ করবে। প্রধানমন্ত্রীর গৃহীত পদপেক্ষ বাস্তবায়ন হলে ২০৪১ সালের মাঝে উন্নত দেশের কাতারে বাংলাদেশ নোঙর করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments