শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
Homeসারাবাংলারংপুরে মৃত ব্যক্তির সঙ্গে মিলল ৩ কেজি গাঁজা ও টাকা

রংপুরে মৃত ব্যক্তির সঙ্গে মিলল ৩ কেজি গাঁজা ও টাকা

জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়ায় এক মৃত ব্যক্তির সঙ্গে তিন কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মীরবাগ রেলগেট সংলগ্ন সাধু লিচু বাগানের কাছের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ মৃতদেহের পরিচয় পেয়েছে । তিনি লালমনিরহাট জেলা সদরের মাস্টার পাড়া এলাকার মুন্সি খালেকুজ্জামানের ছেলে আতিকুজ্জামান। পুলিশ তার সঙ্গে থাকা ৩ কেজি গাঁজা, ৫ হাজার ৩শ নগদ টাকা ও একটি ছোট ছুরি উদ্ধার করেছে । পুলিশ জানায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের মীরবাগ রেলগেটের পূর্বে সাধু লিচু বাগানের কাছে রেলসেতু সংলগ্ন ডোবার পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন একজন পথচারী। সঙ্গে সঙ্গে ওই পথচারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজনসহ শত শত মানুষের ঢল নামে ওই এলাকায়।

পুলিশের ধারণা দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর ডোবার পানিতে ফেলে দিয়ে যেতে পারে।

এদিকে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে। তবে পরিচয় নিশ্চিত হবার পর মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments