জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়ায় এক মৃত ব্যক্তির সঙ্গে তিন কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মীরবাগ রেলগেট সংলগ্ন সাধু লিচু বাগানের কাছের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ মৃতদেহের পরিচয় পেয়েছে । তিনি লালমনিরহাট জেলা সদরের মাস্টার পাড়া এলাকার মুন্সি খালেকুজ্জামানের ছেলে আতিকুজ্জামান। পুলিশ তার সঙ্গে থাকা ৩ কেজি গাঁজা, ৫ হাজার ৩শ নগদ টাকা ও একটি ছোট ছুরি উদ্ধার করেছে । পুলিশ জানায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের মীরবাগ রেলগেটের পূর্বে সাধু লিচু বাগানের কাছে রেলসেতু সংলগ্ন ডোবার পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন একজন পথচারী। সঙ্গে সঙ্গে ওই পথচারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজনসহ শত শত মানুষের ঢল নামে ওই এলাকায়।
পুলিশের ধারণা দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর ডোবার পানিতে ফেলে দিয়ে যেতে পারে।
এদিকে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে। তবে পরিচয় নিশ্চিত হবার পর মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।