আবু বক্কর সিদ্দিকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভানুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নূর-এ আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, জহুরুল ইসলাম, শামছুল হুদা, মিজানুর রহমান, মঞ্জু মিয়া। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরেন। সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, বীর-মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সমন্বয়ক দীপক কুমার বাবলু প্রমূখ।
সভায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব জানিয়ে প্রেস ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, বামনডাঙ্গা জমিদারবাড়িই এখন ধ্বংসাবশেষ রাজবাড়ি বাজার। ভূমি অফিস, স্কুল, মসজিদ, আবাসন প্রকল্পে বসবাসকারী, ব্যবসায়ীসহ জনসাধারণের জন্য চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করা দরকার। এছাড়া, জালিয়াতিসহ ব্যাপক কারসাজির মাধ্যমে অবৈধ দখলকার কতিপয় ভূমিদস্যুর কবলে থাকা জমিদারী সম্পত্তিগুলো সিএস রেকর্ডের পর এসএ রেকর্ডে বর্ণিত মালিকদের বুঝে দিয়ে খাস খতিয়ানভুক্ত জমিগুলো উদ্ধার করা দরকার। এছাড়া, নৌ-পথে ভাসমান জুয়া, মাদক, ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে যথোপযোগী পদক্ষেপ গ্রহণের দাবী জানান