জয়নাল আবেদীন : বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন শুরু করেছে।
রোববার সকাল ১০টায় রংপুর সিটি কর্পোরেশন চত্তর থেকে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশন চত্তরে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশন সচিব উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম । মিফতাহুল জান্নাতের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সুচনা বক্তব্য প্রদান করেন রংপুর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রাণী রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন প্যানেল মেয়র মাহবুবার রহমান মনজু, নির্বাহী প্রকৌশলী আবু তালেব নির্বাহ প্রকৌশলী আনিচুজ্জামান। সভায় বক্তারা বলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতায় বিশেষ করে রংপুর সিটি কর্পোরেশন জন্ম সনদ থেকে শুরু মৃত্যুসনদ প্রদানের মধ্যে দিয়ে নাগরিক সেবার পরিসমাপ্তি ঘটায় । এছাড়াও ৪১টি নাগরিক সেবা প্রদান করে থাকে।
জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা আরো বলেন কোন নাগরিক সেবা নিতে এসে হয়রানীর শিকার যাতে না হয় সেদিকে সকল কর্মচারিকে লক্ষ্য রাখতে হবে । শুধু তাই নয় কোন কর্মচারির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে সিটি কর্পোরেশন চত্তরে ৪টি স্টলের মাধ্যমে সিটির কার্যক্রম বিষয়ে সিটি নাগরিকদের অবহিত করা হচ্ছে। সেই সঙ্গে সিটি ট্যাক্স আদায় করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টল গুলো খোলা থাকবে ।