বাংলাদেশ প্রতিবেদকঃ বৃহত্তর নোয়াখালীতে একদফা দাবি আদায়ে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ফেনীর রামপুর সওদাগর পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
অবৈধ সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করণ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবি আদায়ে কুমিল্ল-ফেনী-মীরসরাই-চট্রগ্রা মে রোর্ডমাচ সফল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্ট্যার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।
সভায় বক্তারা, এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবরের রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে সর্বস্তরের নেতাকর্মিদের প্রতি আহ্বান জানিয়েছেন।