জয়নাল আবেদীন: রংপুর নগরীর হারাগাছ থানাধীন খলিশাকুটি চিলমন গ্রামে শিশুদের ঝগড়ার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটেছে । র্আ এই ঘটনায় চারটি বসত বাড়িতে ভাঙচুর সহ কুপিয়ে জখম করা হয়েছে দুইজনকে । সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পুরুষশুন্য এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকুটি চিলমন গ্রামের দুই শিশুর মধ্যে এক শিশু অপরের জমিতে প্রস্রাব করা নিয়ে প্রথমে কথা কাটা কাটি ও হাতাহাতি শুরুহয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্রæত সংঘর্ষে রূপ নেয়।অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সুলতান ও সোহরাবের নেতৃত্বে একটি গোষ্ঠীসংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তারা চারটি বসত বাড়িতে ভাঙচুর চালায় এবং বাঁধাদিতে আসা শিক্ষার্থী রাকিব ও স্থানীয় ফলব্যবসায়ী আকিফুল ইসলাম কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩ তলার ৩১ নংওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রাকিব স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।এ ব্যাপাওে জানতে চাইলে এলাকাবাসী কয়েক জন বলেন, ছোটদের ছোট একটি ঘটনাকে কেন্দ্র কওে বড়মানুষরা মিমাংসা না কওে বসত বাড়িতে হামলাচালায় এতে দুজন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর সুস্থ বিচার হওয়া উচিত। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবংপরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সোহেল জানান, “ঘটনার খবর পেয়েই আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত কওে আইনের আওতায় আনা হবে।