শহিদুল ইসলাম: যশোরের শার্শা উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামি সাবেক মেম্বার আনোয়ার হোসেন ওরফে আইনালকে আটক করেছে শার্শা থানা পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
সোমবার (১২ মে) গভীর রাতে যশোর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন ওরফে আইনাল উপজেলা বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আইনালকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলো। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হই।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে।