শনিবার, মে ২৪, ২০২৫
Homeসারাবাংলাবিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা

বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা

বাংলাদেশ প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পরিবার নিয়ে হজ করার উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আউয়াল এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করতেন। বৃহস্পতিবার রাতে হজের উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার আউয়ালের বিরুদ্ধে ২০২৪ সালে বিস্ফোরক আইনে একটি মামলা হয়। বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে গ্রুপ ভিসায় হজে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে গোসাইরহাট থানায় হস্তান্তর করে।

আউয়াল সরদারের নিকট আত্মীয় বলেন, আমার ভাই ২০২২ সালে হজে যাওয়ার জন্য পুরো পরিবারসহ রেজিস্ট্রেশন করেন। এ বছর হজের তারিখ নির্ধারিত হওয়ায় তিনি পরিবার নিয়ে হজে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন কালবেলাকে বলেন, গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে আমাদের গোসাইরহাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মিয়া নূরউদ্দিন অপুর মিছিলে হামলার ঘটনায় ২০২৪ সালে বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments