শনিবার, মে ২৪, ২০২৫
Homeসারাবাংলাজুলাই অভ্যুত্থানে রংপুরের ২২ শহীদ পরিবারকে একককালীন ৪৪ লাখ টাকা অনুদানের চেক...

জুলাই অভ্যুত্থানে রংপুরের ২২ শহীদ পরিবারকে একককালীন ৪৪ লাখ টাকা অনুদানের চেক বিতরণ

জয়নাল আবেদীন: জুলাই অভ্যুত্থানে রংপুরের শহীদ পরিবারের মাঝে একককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনে বুধবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে চেক বিতরণ করেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মোতালেব সরকার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। এ সময় জুলাই অভ্যুত্থানে ২২ শহীদ পরিবারের প্রত্যেককে ২ লাখ করে মোট ৪৪ লাখ টাকা বিতরণ করা হয়।

রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের প্রতি আমরা চির ঋণী। তাঁদের আত্মত্যাগের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদ পরিবারের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। এ রাষ্ট্র শহীদদের মর্যাদা ও যথাযথ সম্মান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে শহীদ পরিবারকে দেখে রাখাও দায়িত্ব আমাদের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments