মাসুদ রানা রাব্বানী : রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামের এক মাদক
কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত ৪টায় রাজশাহীর বাঘা থানাধীন
পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ
সময় তার হেফাজত থেকে ৫০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয়
ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ শহিদুল ইসলাম (৪৫), সে রাজশাহী জেলার বাঘা
থানার পাকুড়িয়া গ্রামের মোঃ নুর জামালের ছেলে।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, রাজশাহী জেলা পুলিশের
মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার দিনগত গভির রাতে গোপন সংবাদের
ভিত্তিতে জানা যায়, বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামে জনৈক
মোঃ শহিদুল ইসলামের বসতবাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর ১জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল-সহ বিক্রির জন্য
অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে
শনিবার ভোর রাত ৪টায় ৫০০ বোতল ফেনসিডিল-সহ তাকে
গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ নাছিম উদ্দিন ও
সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি মোঃ শহিদুল
ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে
একটি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে
সোপর্দ করেছে বাঘা থানা পুলিশ।
উল্লেখ্য, মোঃ শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারি এবং
তার বিরুদ্ধে ইতিপূর্বে বাঘা থানায় ৮টি মামলা রুজু হয়েছে।
স্থানীয়রা জানায় বাঘার থানার মাদক ডিলার সুলতান ধরা ছোয়ার
বাইরে থেকে মাদকের কারবার অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে।
মাসুদ রানা রাব্বানী