শনিবার, মে ১০, ২০২৫
Homeঅর্থনীতিশেয়ারবাজাররাশেদ মাকসুদের অপসারণের দাবিতে কাফনের কাপড় পড়ে বিনিয়োগকারীদের বিক্ষোভ

রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে কাফনের কাপড় পড়ে বিনিয়োগকারীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা বিনিয়োগকারীরা এবার ‘কাফন মিছিল’ করেছেন। কাফন মিছিলে শেয়ারবাজারের এই মহা সংকটের জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে দায়ী করে তার অপসারণের দাবি জানানো হয়। এসময় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা কাফনের কাপড় পরে রাজপথে শুয়ে পড়েন।

বৃহস্পতিবার (৮ মে) শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে মতিঝিলে এই কাফন মিছিল করা হয়। বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা।

কাফন মিছিল থেকে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার বোঝেন না। আমরা সাধারন বিনিয়োগকারীসহ সকল স্টেকহোল্ডাররা তার অপসারণ চাই। শেয়ারবাজার বিষয়ে জ্ঞানশূন্য, অদক্ষ ও অযোগ্যতার কারণেই পুঁজিবাজারের এমন দুরবস্থা। তাই বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ করা উচিত।

বিনিয়োগকারীরা বলেন, আগামী ১১ মে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার নিয়ে যে বৈঠক করবেন, ওই বৈঠকে বিনিয়োগকারীদের রাখতে হবে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া বৈঠক ফলপ্রসূ হবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments