বুধবার, মে ১৪, ২০২৫
Homeঅর্থনীতিশেয়ারবাজারনিঃস্ব বিনিয়োগকারীদের আজাহারি দেখার কেউ নেই, সরকারের পক্ষ থেকেও নেই কোন উদ্যোগ

নিঃস্ব বিনিয়োগকারীদের আজাহারি দেখার কেউ নেই, সরকারের পক্ষ থেকেও নেই কোন উদ্যোগ

বাংলাদেশ প্রতিবেদক: টানা দরপতনের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। আতঙ্কে ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। একের পর এক প্রতিষ্ঠানের দরপতনে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বেড়েই চলছে বিনিয়োগকারীদের হাহাকার। তবুও সরকারের পক্ষ থেকে নেই কোন উদ্যোগ। নিঃস্ব বিনিয়োগকারীদের আজাহারি যেন দেখার কেউ নেই।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের পুঁজিবাজার মানেই দর পতনের ইতিহাস। তবে যখন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার চলছে, অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার আভাস মিলছে, তখন এমন দর পতন মেনে নেওয়া যায় না। অর্থনীতির বড় সংকটের মধ্যে থেকেও সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সহায়তায় শ্রীলঙ্কার পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানের পুঁজিবাজার উঠেছে রেকর্ড উচ্চতায়। অথচ দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে প্রতিদিন হতাশ হচ্ছেন।

এই মুহুর্তে শেয়ারবাজারের রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারন সবচেয়ে বেশি দরকার। তবে অর্থ উপদেষ্টা লাখ লাখ বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে খেলা করা এই অযোগ্য নেতৃত্বকে অপসারন করতে চাইছে না। এছাড়া কোন রাজনৈতিক দলও বিনিয়োগকারীদের পাশে এসে দাড়াচ্ছে না। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল ব্যস্ত ভোট কবে হবে তা নিয়ে, তারা লাখ লাখ বিনিয়োগকারীদের পক্ষে মাকসুদ কমিশনের অপসারনে কোন আওয়াজ তুলছে না।

বাজার সংশ্লিষ্টরা জানান, বর্তমান কমিশনের উপর কারোরই আস্থা নেই। এই কমিশন শেয়ারবাজারের কিছুই বুঝে না। এখন কেউই রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে চাচ্ছেন না। যাদের পদত্যাগে শেয়ারবাজারে ঘুরে দাড়ানো সম্ভব। এসব কিছু মাকসুদের নেতৃত্বাধীন কমিশন জানেও। তারপরেও তারা নির্লজ্জভাবে চেয়ার আকড়ে ধরে রেখেছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের রক্ষায় রাজনৈতিক দলগুলোর উচিত মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারনে আওয়াজ তোলা।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ মে) সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ২৯২ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ২৯২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ারদর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments