বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিকসৌদির প্রখ্যাত আলেম সালেহ আললুহাইদানের ইন্তেকাল

সৌদির প্রখ্যাত আলেম সালেহ আললুহাইদানের ইন্তেকাল

বাংলাদেশ ডেস্ক: সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়খ সালেহ আললুহাইদান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রিয়াদে স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) ৯০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। খবর আলআরাবিয়ার।

শায়খ আললুহাইদান সৌদির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক প্রধান ও সিনিয়র স্কলার্স কাউন্সিলের সদস্য ছিলেন।

শায়খের পরিবার সূত্রে আলআরাবিয়া জানায়, কয়েক সপ্তাহ আগে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার রিয়াদের আল রাজি মসজিদে আসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শায়খ সালেহ আল লুহাইদান ১৯৩১ সালে সৌদি আরবের আল কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে রিয়াদের শরিয়াহ কলেজ থেকে পড়াশোনা সমাপ্ত করে বিচার বিভাগে দায়িত্ব পালন শুরু করেন। পরে ১৯৮২ সালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ১৯৭১ সাল থেকে সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রতিষ্ঠাকাল থেকে সদস্য তিনি। এছাড়া, তার রচিত একাধিক গ্রন্থও রয়েছে।

সূত্র : আলআরাবিয়া ও সিএনএন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments