শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়আওয়ামী লীগকে বহু অপবাদ দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে বহু অপবাদ দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতারা স্মার্ট না, আওয়ামী লীগ নেতারা আধুনিক না, আওয়ামী লীগে শিক্ষিত লোক নেই- এমন অনেক অপবাদ দেয়া হয়েছে। কিন্তু যারা নিজেদের স্মার্ট বলে ক্ষমতায় এসেছে, তারা শুধু নিজেদের অর্থনৈতিক সক্ষমতার জন্য স্মার্টনেস কাজে লাগিয়েছে। মানুষ কিন্তু তাদের স্মার্টনেস থেকে কিছু পায়নি। রাজনীতির যে স্মার্টনেস, তা আওয়ামী লীগই দেখিয়েছে। আওয়ামী লীগই দেখিয়েছে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হয়।

আজ সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় তিনি একথা বলেন।

আজকের বৈঠকটি দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা সৈয়দ আশরাফের নামে উৎসর্গ করা হয়। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যই উপস্থিত আছেন।

শেখ হাসিনা বলেন, অনেক চেষ্টা ও অত্যাচার করেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি।
তৃণমূল কর্মীরা জীবনবাজি রেখে সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। দলকে ধরে রাখে। একমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করার পরই মানুষ বুঝতে পারে সরকার দেশের জনগণের কল্যাণে কাজ করে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জন করায় আজকে মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। মানুষের সে আস্থা ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, যারা স্মার্ট রাজনীতির কথা বলে ক্ষমতায় এসেছে, তারা দেশকে পিছিয়ে দিয়েছে, তথ্য পাচারের কথা বলে দেশকে ফ্রি ইন্টারনেট থেকে বঞ্চিত করেছে। রাজনীতিতে স্মার্টনেস দেখাতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ, অনেক অপবাদ সয়ে দেশের উন্নয়ন একমাত্র আওয়ামী লীগই করেছে।

টানা নবমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আজকের বৈঠক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দলকে আরও সংগঠিত করতে হবে। এই বছরটি আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্যদিয়ে দেশের স্বাধীনতাকে আরও বেশি অর্থবহ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments