বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeজাতীয়পরিস্থিতির অবনতি না হলে ট্রেন চলাচল অব্যাহত থাকবে

পরিস্থিতির অবনতি না হলে ট্রেন চলাচল অব্যাহত থাকবে

সদরুল আইন: সরকারি কোনো নির্দেশনা না এলে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা লকডাউন বা সরকারের উচ্চ পর্যায় থেকে যদি নির্দেশনা আসে সেক্ষেত্রে ট্রেন চলাচল বন্ধ করা হবে।

এর আগ পর্যন্ত করোনা পরিস্থিতিতেও দেশের সবগুলো রুটে ট্রেন চলাচল করবে।

রবিবার এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসাইন।

তিনি বলেন, রেল যেভাবে চলে সেভাবেই চলছে, তবে যাত্রী কিছুটা কমেছে। রেলপথ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু বন্ধের কোনো সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়নি।

যদি কখনো ঢাকা লকডাউন করা হয় বা এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে রেল মন্ত্রণালয় সেটি বিবেচনা করবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল বলেন, প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৭টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

শুধুমাত্র ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন করোনা পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে।

এদিকে রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান জানিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য ট্রেনের আগাম টিকিট ১০ দিন আগে নয়, এখন থেকে ৫ দিন আগে দেওয়া হবে।

কাল সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments